ভৌতবিজ্ঞান বিষয়ক গবেষনায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশে এক অগ্রনী ভূমিকা পালন কওে আসছে। প্রতিষ্ঠা লগ্ন হতে পরমাণুবিজ্ঞানের ভৌত শাখায় গবেষনামূলক কাজে কমিশনের বিজ্ঞানীদের উলেৱখযোগ্য অবদানরয়েছে। কমিশনের ভৌতবিজ্ঞান শাখার আওতায় নিম্নলিখিত উলেৱখযোগ্য ক্ষেত্রসমূহে গবেষনা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে ।
(ক)স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান
(খ) পরমাণু গবেষণা চুল্লী
(গ) পরমাণু নিরাপত্তা
(ঘ) পরমাণু বর্জ্য ব্যবস্থাপনা
(ঙ) পরমাণু বিকিরণ পর্যবেক্ষণ
(চ) রেডিও-আইসোটোপ উৎপাদন
(ছ) রাসায়নিক বিশ্লেষণ
(জ) নিউট্রন রেডিওগ্রাফী
(ঝ) নিউট্রন স্ক্যাটারিং
(ঞ) নন ডেস্ট্রাক্টিভ টেস্টিং
(ট) পরমাণু শক্তি গবেষনা, ইত্যাদি।